বাকসু নির্বাচনসহ বাকৃবি ছাত্রশিবিরের ৬ দাবি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বাকৃবি
প্রকাশিত: ০৪:২৫ পিএম, ২০ অক্টোবর ২০২৫
বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি দেয় ছাত্রশিবির

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আবাসন সংকট নিরসন ও ছাত্র সংসদ (বাকসু) নির্বাচনসহ ছয় দফা দাবি জানিয়েছে শাখা ছাত্রশিবির। এসব দাবি বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছে সংগঠনটি।

রোববার (১৯ অক্টোবর) শাখা ছাত্রশিবিরের একটি প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা ড. মো. শহিদুল হকের কাছে স্মারকলিপি দেয়।

শিবিরের দাবিগুলো হলো-

<> ছাত্রী হলে সিট সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ, বারবার আন্দোলনের পরিস্থিতি এড়াতে স্থায়ী সমাধান এবং নির্মাণাধীন হলগুলোর কাজ দ্রুত শেষ করা।

<> পূর্ণাঙ্গ হেলথ কেয়ার স্থাপন, ২৪ ঘণ্টা চিকিৎসক উপস্থিতি ও পর্যাপ্ত ওষুধ নিশ্চিতকরণ, নারী শিক্ষার্থীদের জন্য নারী চিকিৎসক নিয়োগ, সবধরনের স্বাস্থ্য পরীক্ষা বিনামূল্যে করা, নতুন অ্যাম্বুলেন্স সংযোজন এবং দুর্ঘটনা/জরুরিতে সহায়তার জন্য চিকিৎসা সহায়তা ফান্ড গঠন।

<> ওয়েটার-শেফদের ইউনিফর্ম (অ্যাপ্রোন, টুপি, গ্লাভস, জুতা/স্যান্ডেল) বাধ্যতামূলক ও পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ; ময়দা, আটা, লবণ প্রভৃতি উপকরণ ঢাকনাযুক্ত পৃথক কন্টেইনারে সংরক্ষণ; রান্না করা খাবার স্বচ্ছ কাচের ডিসপ্লে র‍্যাকে পরিবেশন; রান্নাঘর নিয়মিত জীবাণুনাশক দিয়ে পরিষ্কার; নির্দিষ্ট বিরতিতে মনিটরিং টিমের মাধ্যমে খাবারের মান ও মূল্য তদারকি।

<> বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট থেকে জব্বারের মোড় পর্যন্ত ভাঙা রাস্তা দ্রুত মেরামত এবং ক্যাম্পাসের নষ্ট লাইটগুলো ঠিক করে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা।

<> নারী শিক্ষার্থীদের নামাজের নির্দিষ্ট স্থান এবং খাবার গ্রহণে পর্দাশীল শিক্ষার্থীদের জন্য পর্দা-সজ্জিত পৃথক টেবিলের ব্যবস্থা।

<> দীর্ঘদিন অচল থাকা ছাত্র সংসদ সচল করতে দ্রুততম সময়ে নির্বাচন আয়োজনের রোডম্যাপ ঘোষণা এবং ‘বাকসু নির্বাচন’ বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ।

এ বিষয়ে শাখা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক ইউনূস বিন হোসাইন খান বলেন, ‘ছয় দফা দাবি নিয়ে প্রশাসনের সঙ্গে আমরা ইতিবাচক আলোচনা করেছি। আশা করি, শিক্ষার্থীদের কল্যাণে তারা দ্রুত এসব বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।’

এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।