জকসু নির্বাচন

চেকপোস্টে ফাঁকি দিয়ে জবি ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশিত: ১২:৩১ এএম, ০৭ জানুয়ারি ২০২৬
নিজের আইডি দিয়ে বহিরাগতকে ক্যাম্পাসে ঢোকানোর চেষ্টার সময় একজনকে হাতেনাতে আটক করা হয়/ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হলেও এখনো শুরু হয়নি ভোট গণনা। ওএমআর মেশিনে যান্ত্রিক ত্রুটির কারণে ভোট গণনা স্থগিত রয়েছে। এ পরিস্থিতির মধ্যেই নিরাপত্তা ব্যবস্থার ফাঁক গলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগতদের অবাধ বিচরণ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৯টায় শুরু হয়ে ভোট গ্রহণ চলে বিকেল ৩টা পর্যন্ত। ৩টার মধ্যে কেন্দ্রে যেসব শিক্ষার্থী ঢুকতে পেরেছেন ৩টার পর কেবল তারাই ভোট দিতে পেরেছেন। এর আগে, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা থেকেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে শিক্ষার্থী ছাড়া অন্য সবার ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়।

তবে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ভোটগ্রহণ শেষ হওয়ার পর ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বহিরাগতদের ঘোরাফেরা করতে দেখা যায়। চেকপোস্ট থাকা সত্ত্বেও কীভাবে তারা ভেতরে প্রবেশ করেছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

এ সময় বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড গেটে সোহান নামের একজনকে কার্ড এক্সচেঞ্জ করার সময় হাতেনাতে ধরা হয়। পরবর্তীতে তাকে ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয়। তিনি ছাত্রদলের কর্মী বলে জানা গেছে।

এছাড়া কার্ড দেখাতে না পারায় হাসান নামের শিবির সমর্থিত প্যানেলের এক এজেন্টকে ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয়।

এ বিষয়ে কয়েকজন প্রার্থীও উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, এ ধরনের নিরাপত্তা শিথিলতা নির্বাচনের স্বচ্ছতা ও পরিবেশকে প্রশ্নবিদ্ধ করতে পারে।

এ বিষয়ে জানতে চাইলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সহকারী প্রক্টর মাহাদী হাসান জুয়েল বলেন, ‘ঢুকলে (বহিরাগতদের ক্যাম্পাসে প্রবেশ) আমি কি করবো। তোমরা বের করে দাও।’

টিএইচকিউ/এমএমকে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।