ঢাবি ভিসির গাড়ি ভাঙচুর


প্রকাশিত: ১০:৪৫ এএম, ০১ জুলাই ২০১৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের গাড়িতে হামলা চালিয়েছে তা ভাঙচুর করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। শুক্রবার দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের বাসভবনের সামনে এ ঘটনা ঘটে।

এসময় তারা লাঠির দিয়ে উপাচার্যের গাড়ির গ্লাস ভাঙচুর করেন এবং উপাচার্যকে আঘাত করার চেষ্টা করেন। নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যকেও পিটিয়েছেন ছাত্রলীগ নেতাকর্মীরা।

এসময় ছাত্রলীগের নেতাকর্মীরা উপাচার্যের দিকে জুতা ছুড়ে তাকে লাঞ্ছিত করেন। তবে উপাচার্য গাড়িতে থাকায় তিনি আহত হননি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৯৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর স্মারকগ্রন্থের একটি অংশে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে প্রথম রাষ্ট্রপতি লেখার প্রতিবাদে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতৃত্বে সাধারণ ছাত্ররা বিক্ষুব্ধ হয়ে ওঠে।

এদিকে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমানকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে ভিসির পদত্যাগের দাবিতে বিক্ষোভ করে যাচ্ছে ছাত্রলীগ নেতাকর্মীরা।

Dhaka-University 

শেষ খবর পাওয়া পর্যন্ত বিক্ষুব্ধ ছাত্ররা ভিসির বাস ভবন ঘেরাও করে রেখেছে এবং সামনের রাস্তায় বিক্ষোভ করছে। পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার পরিস্থিতি এখন থমথমে।

এদিকে গাড়ি ভাঙচুর ও জুতা, ঝাড়ু মারার ব্যাপারে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স বলেন, যে বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশের সব আন্দোলনের শুরু সেই বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিকৃতি করলে বিক্ষুব্ধদের ঠেকানোর ক্ষমতা আমারসহ কারো নেই।

এমএইচ/এসএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।