ফাজিল (ডিগ্রি) পরীক্ষা শুরু রোববার


প্রকাশিত: ০১:৩৬ পিএম, ৩০ জুলাই ২০১৬

ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে ফাজিল ১ম, ২য় ও ৩য় বর্ষের চূড়ান্ত পরীক্ষা ২০১৫ আগামীকাল রোববার থেকে শুরু হবে। পরীক্ষা শেষ হবে আগামী ৩০ অক্টোবর। বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রক দফতর বিষয়টি নিশ্চিত করেছে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মাদ আলী জাগো নিউজকে বলেন, পরীক্ষার সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

এ বছর সর্বমোট ১ লাখ ৩৭ হাজার ৬২৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে। যাদের মধ্যে ১ম বর্ষে ৫৫ হাজার ৪১৫ জন, ২য় বর্ষে ৪৩ হাজার ৬৫৩ জন এবং ৩য় বর্ষে ৩৮ হাজার ৫৬০ জন শিক্ষার্থী রয়েছে।

তিনি আরও বলেন, দেশব্যাপী ২৯২টি পরীক্ষা কেন্দ্রে একযোগে এ ফাজিল পরীক্ষা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, পরীক্ষার্থীরা পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.iu.ac.bd থেকে জানতে পারবে।

এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।