জগন্নাথে এবার ছাত্রলীগের ধর্মঘট


প্রকাশিত: ০৮:৪১ এএম, ২৮ আগস্ট ২০১৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) হল আন্দোলনের নতুন কর্মসূচি হিসেবে বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে ছাত্রলীগ। অবশ্য হলের দাবিতে এই বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আগে থেকেই ধর্মঘট চলছে।

রোববার দুপুর সাড়ে ১২টায় জবি শাখা ছাত্রলীগ সভাপতি এফএম শরীফুল ইসলাম ছাত্রলীগের পক্ষে এ ধর্মঘটের ডাক দেন। এর আগে রোববার সকাল থেকেই সাধারণ শিক্ষার্থীদের হল আন্দোলনে ছাত্রলীগের বিভিন্ন গ্রুপকে অংশ নিতে দেখা যায়।

সকাল ৯টার দিকে আন্দোলনকারীরা ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে বের হন। তবে পুলিশের বাধার কারণে আন্দোলনকারী শিক্ষার্থীরা লক্ষ্মীবাজার ও ভিক্টোরিয়া পার্কের মাঝের রাস্তায় বসে পড়েন। সেখানেই তারা বিক্ষোভ করতে থাকেন।

এভাবে প্রায় তিন ঘণ্টা বিক্ষোভ করার পর আন্দোলনকারীদের পক্ষ থেকে দুটি সংবাদ সম্মেলন করা হয়। প্রথমটি করেন সাধারণ শিক্ষার্থী ব্যানারে ছাত্রলীগের শিমু নামের এক কর্মী। তখন তিনি জানান, যথারীতি আগামীকাল ধর্মঘট চলবে। আগামীকালের মধ্যে যদি দাবি আদায়ের পক্ষে কোনো সুনির্দিষ্ট ঘোষণা না আসে, তবে আরো জোড়ালো আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।

এর কিছুক্ষণ পর ছাত্রলীগের সভাপতি শরীফুল ইসলাম আন্দোলনকারীদের পক্ষে পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস পরীক্ষা অনুষ্ঠিত হবে না। সুস্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত ক্যাম্পাসে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট বলবৎ থাকবে।

এসএম/এনএফ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।