জবির হল আন্দোলনে ছাত্রলীগের হামলা


প্রকাশিত: ০৮:৪৪ এএম, ২৮ আগস্ট ২০১৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের হল আন্দোলনে ছাত্রলীগের কর্মীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তবে ছাত্রলীগ বলেছে, তারা নয় শিবিরের কর্মীরা হামলা চালিয়েছে।

হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। রোববার আন্দোলনরত শিক্ষার্থীদের পূর্বঘোষিত কর্মসূচিতে এ হামলার ঘটনা ঘটে।

ছাত্রলীগ হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করলেও জবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম সিরাজুল ইসলামের হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এদিকে এ অভিযোগের বিষয়ে জবি শাখা ছাত্রলীগ সাধারণ সম্পাদক এস এম সিরাজুল ইসলাম সাংবাদিকদের কাছে বলেন, কয়েকজন শিবিরকর্মীর ছবি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, যারা আন্দোলনের মাধ্যমে সরকারকে বিতর্কিত করার অপচেষ্টা করেছে। অনেকে শিবিরের কাছ থেকে টাকা খেয়ে আন্দোলন বানচাল করার অপচেষ্টা করেছে। গোয়েন্দা সংস্থার লোকেরাসহ সাধারণ শিক্ষার্থীরা তাদের চক্রান্ত প্রতিহত করেছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক নুর মোহাম্মদ জাগো নিউজকে বলেন, হামলার কোনো খবর পাইনি। তবে ধাক্কা-ধাক্কির খবর পেয়েছি।
 
এসএম/এনএফ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।