শেকৃবিতে ভর্তি আবেদন শুরু আজ


প্রকাশিত: ০৮:০৫ পিএম, ২৪ অক্টোবর ২০১৬

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার অনলাইনে আবেদন আজ (মঙ্গলবার) রাত ১২টা থেকে শুরু হচ্ছে। চলবে আগামী ২৫ নভেম্বর রাত ১২টা পর্যন্ত। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৯ ডিসেম্বর। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাত ১২টায় বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ আনুষ্ঠানিকভাবে ভর্তির কার্যক্রম উদ্বোধন করবেন। ভর্তিচ্ছুরা অনলাইনের মাধ্যমে দিনে বা রাতে যেকোনো সময়, এমনকি বন্ধের দিনেও আবেদন করতে পারবেন। ভর্তি পরীক্ষার ফি ৯০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

ভর্তি বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.sau.edu.bd) থেকে বিস্তারিত জানা যাবে। আগ্রহী শিক্ষার্থীরা ওয়েবসাইটের মাধ্যমে আবেদন সম্পন্ন  করতে পারবে।

এবার কৃষি অনুষদে ৩৫০ জন, এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদে ৭৫ জন এবং এনিম্যাল সায়েন্স ও ভেটেরিনারি মেডিসিন অনুষদে ৯০ জন করে মোট ৫১৫ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।