ইবিতে বর্ধিত ভর্তি ফি বাতিলের দাবিতে মিছিল সমাবেশ


প্রকাশিত: ১১:৩২ এএম, ২০ ডিসেম্বর ২০১৬

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষে নতুন শিক্ষার্থী ভর্তিতে বিভাগভেদে ৬০০ টাকা থেকে ১ হাজার টাকা ফি বৃদ্ধি করেছে কর্তৃপক্ষ। বর্ধিত ফি বাতিলের দাবিতে মিছিল ও সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল ছাত্রজোট।

মঙ্গলবার বর্ধিত ফি বাতিলের দাবিতে এ মিছিল সমাবেশ করা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল ছাত্রজোট এ সমাবেশের আয়োজন করে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বভিন্ন খাতে নতুন বর্ষে বর্ধিত ফি বাতিলের দাবিতে বেলা ১১ টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয় প্রগতিশীল ছাত্রজোট। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের দলীয় টেন্ট (ছাত্র সংগঠনের জন্য বসার নির্ধারিত স্থান) থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ডায়না চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সহ-সাংগঠনিক সম্পাদক আল আমিন সর্দারের পরিচালনায় এবং বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সভাপতি সুশান্ত ওঝাঁর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য বাখেন ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সংসদেও সাংগঠনিক সম্পাদক রাশিব রহমান, বিশ্ববিদ্যালয় ছাত্রফ্রন্টের সভাপতিলিটন রায়, বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক রেজওয়ান আহমেদ প্রমুখ।

ফেরদাউসুর রহমান সোহাগ/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।