ছাত্রীর হাত ধরে ছাত্রলীগ কর্মীর টানাটানি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের রিমন সিকদার নামের এক কর্মীর লাঞ্ছনার শিকার হলেন বাংলা বিভাগের এক ছাত্রী। এ ঘটনায় বাধা দিতে গিয়ে মারধরের শিকার হয়েছেন ছাত্র ফ্রন্টের আহ্বায়ক ফজলে রাব্বী।
বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ঝুপড়িতে এ ঘটনা ঘটে। ইংরেজি বিভাগের শিক্ষার্থী ক্যাম্পাসে ছাত্রলীগ সভাপতি আলমগীর টিপুর অনুসারী হিসেবে পরিচিত।
এদিকে মারধরের শিকার ফজলে রাব্বি জাগো নিউজকে বলেন, বাংলা বিভাগের প্রথমবর্ষের ওই ছাত্রীকে বেশ কয়েক দিন ধরে উত্ত্যক্ত করে আসছিলেন ছাত্রলীগ কর্মী রিমন।
বুধবার দুপুরে কলা অনুষদের ঝুপড়িতে তার মোবাইল কেড়ে তাকে নানাভাবে লাঞ্ছিত করে ওই ছাত্রলীগ কর্মী। বিষয়টি জানতে পেরে সেখানে গিয়ে ওই ছাত্রলীগ কর্মীকে বোঝানোর চেষ্টা করি।
একপর্যায়ে ওই ছাত্রীকে নিয়ে চলে আসার সময় ছাত্রলীগ কর্মী রিমনসহ আরও কয়েকজন সামনে এসে দাঁড়ায়। আমি কেন মাথা ঘামাচ্ছি এই বলে তারা আমাকে মারধর করে।
তিনি আরও বলেন, আগামীকাল সংগঠন থেকে মিছিল সহকারে প্রক্টর কার্যালয়ে লিখিত অভিযোগ দেয়া হবে।
এদিকে, চবি ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপু জাগো নিউজকে বলেন, রিমন নামে আমার কোনো কর্মী আছে কিনা তা যাচাই করে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর লিটন মিত্র জাগো নিউজকে বলেন, প্রেমের প্রস্তাব সংক্রান্ত কোনো ঘটনা ঘটেনি। যতটুকু জেনেছি ওই ছাত্রলীগ কর্মী ছাত্রীর হাত ধরে টানাটানি করে। আর এখন পর্যন্ত এ বিষয়ে আমাদের কাছে কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
এএম/জেআইএম