ইবির ইসলামের ইতিহাস বিভাগের রজতজয়ন্তী ২৮ এপ্রিল


প্রকাশিত: ০১:০৯ পিএম, ২৬ এপ্রিল ২০১৭
ফাইল ছবি

ইসলামের ইতিহাস, সাধারণ ইতিহাস ও সংস্কৃতির সমন্বয়ে দেশে দক্ষ গ্রাজুয়েট তৈরির লক্ষ্যে ১৯৯১ সালে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রতিষ্ঠিত হয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ। প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক নুর মুহাম্মদ মিয়ার হাত ধরে মাত্র তিনজন শিক্ষক ও ৪৯ জন শিক্ষার্থী নিয়ে বিশ্ববিদ্যালয়ে এ বিভাগটির যাত্রা শুরু হয়। হাঁটি হাঁটি পা পা করে বর্তমানে এ বিভাগটি অতিক্রম করেছে তাদের গৌরবের ২৬ বছর।

২৫ বছর পূর্তি উপলক্ষে আগামী ২৮ এপ্রিল জমকালো আয়োজনে রজতজয়ন্তী পালন করবে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ। রজতজয়ন্তী উপলক্ষে ওইদিন  আনন্দ র্যালি  আলোচনা সভা, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের স্মৃতিচারণ, প্রীতিভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রজতজয়ন্তী অনুষ্ঠানের পরের দিন ২৯ এপ্রিল অনুষ্ঠিত হবে প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে অ্যালামনাই সম্মেলন। অ্যালামনাই সম্মেলনে অংশগ্রহণের জন্য প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের নিবন্ধন চলছে।

বিভাগের সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন বলেন, আমিও এই বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী ছিলাম। এখন বিভাগের সভাপতি। বিষয়টি আমার কাছে একই সাথে আবেগ এবং উচ্ছ্বাসের। আশা করছি দুইটি প্রোগ্রামই নতুন-প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে মিলন মেলায় রূপ নেবে।

রজতজয়ন্তী অনুষ্ঠানে বিভাগের সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন উর রশিদ আসকারী, বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিম তোহা, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক হাবিব রহমান উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

ফেরদাউসুর রহমান সোহাগ/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।