যবিপ্রবি`র অন্তর্ভূক্ত হলো ঝিনাইদহ ভেটেরিনারি কলেজ


প্রকাশিত: ০৮:০৮ এএম, ১৫ মে ২০১৫

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) অন্তর্ভূক্ত হলো ঝিনাইদহ ভেটেরিনারি কলেজ। যবিপ্রবি`র রিজেন্ট বোর্ডের সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ঝিনাইদহ ভেটেরিনারি কলেজের আবেদনের প্রেক্ষিতে এবং মানসম্মত শিক্ষা বিস্তারে ভূমিকা রাখতে যবিপ্রবি এই সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে।

যবিপ্রবি সংশ্লিষ্ট সূত্র জানায়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভূক্ত হওয়ার জন্য যবিপ্রবি কর্তৃপক্ষের আছে আবেদন করেছিল ঝিনাইদহ ভেটেরিনারি কলেজ। তাদের আবেদনের প্রেক্ষিতে বিষয়টি নিয়ে যবিপ্রবি`র রিজেন্ট বোর্ডের সভায় আলোচনা হয়। সভায় কলেজটিকে যবিপ্রবি`র অন্তর্ভূক্ত করে নেয়ার সিদ্ধান্ত হয়েছে। এ সিদ্ধান্তের পর এখন কলেজটির শিক্ষা কার্যক্রম পর্যায়ক্রমে যবিপ্রবি’র আওতায় নিয়ে আসা হবে। ফলে এখন থেকে ঝিনাইদহ ভেটেরিনারি কলেজ থেকে ৫ বছরের শিক্ষা কোর্স সম্পন্ন করার পর শিক্ষার্থীরা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সনদ পাবেন।

যবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. আব্দুস সাত্তার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে অন্তর্ভূক্ত হতে আবেদন করেছিল ঝিনাইদহ ভেটেরিনারি কলেজ কর্তৃপক্ষ। তাদের আবেদনের প্রেক্ষিতে এবং মানসম্মত শিক্ষা বিস্তারে ভূমিকা রাখতে যবিপ্রবি ওই সিদ্ধান্ত গ্রহণ করেছে।

মিলন রহমান/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।