ডুয়েটে ‘গুড গভর্নেন্স’ বিষয়ক কর্মশালা
সুশাসন, স্বচ্ছতা-জবাবদিহিতা আনয়নের লক্ষ্যে গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে ‘গুড গভর্নেন্স (অফিস ম্যানেজমেন্ট অ্যান্ড ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট)’ বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। সোমবার বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয় এ ওয়ার্কশপ।
আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মো. নজরুল ইসলামের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ডুয়েটের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আলাউদ্দিন।
উদ্বোধনী বক্তব্যে তিনি ডুয়েটের শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের সুশাসন, স্বচ্ছতা-জবাবদিহিতার বিষয়ে আরও সচেতন হওয়াসহ আইকিউএসি, উপস্থিত অতিথিবৃন্দ ও অংশকারীদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
টেকনিক্যাল সেশনে রিসোর্স পার্সন হিসেবে ‘গুড গভর্নেন্স’ বিষয়ক পর্বে আলোচনা করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান ও সমাজতত্ত্ব বিভাগের অধ্যাপক, সমাজবিজ্ঞানী ও স্থানীয় সরকার বিশেষজ্ঞ প্রফেসর ড. তোফায়েল আহমেদ এবং ‘ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট অব ডুয়েট’ বিষয়ক আলোচনা করেন ডুয়েটের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রফেসর ড. মো. শওকত ওসমান।
কর্মশালায় আলোচকগণ গভর্নেন্সের কাঠামো, প্রক্রিয়া, ফলাফল, অফিস ব্যবস্থাপনাসহ অর্থ ব্যবস্থাপনার নানা বিষয় নিয়ে বিস্তর আলোচনা করেন। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।
মো. আমিনুল ইসলাম/এএম/জেআইএম