দুর্নীতির অভিযোগে আইসিটির প্রোগ্রামার বরখাস্ত


প্রকাশিত: ০২:২২ পিএম, ১২ জুন ২০১৭

জাতীয় বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রযুক্তি (আইসিটি) বিভাগের সিনিয়র প্রোগামার মো. আনোয়ার হোসেনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ২০১৪ সালের অনার্স চতুর্থ বর্ষের সংশোধিত ফলাফল যথাযথ কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে নিজ দায়িত্বে ফলাফল সংশোধন, প্রস্তুত ও প্রকাশ করার অভিযোগে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

আইসিটির পরিচালক মো. মোমিনুল ইসলাম খবরের সত্যতা স্বীকার করে জানান, রোববার তিনি ভারপ্রাপ্ত রেজিস্ট্রার স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি পেয়েছেন। আনোয়ার হোসেন যা করেছেন তা চাকরি শৃঙ্খলার পরিপন্থী, অনৈতিক ও বিধিবহির্ভূত।

গত ৩ জুন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১৮০তম সিন্ডিকেট সভায় তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত গৃহীত এবং কার্যকর হয়। এছাড়া বিষয়টি খতিয়ে দেখতে একই সভায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়। বরখাস্ত আদেশে উল্লেখ করা হয়, বরখাস্ত থাককালীন আনোয়ার হোসেন খোরাকি ভাতা পাবেন।

মো. আমিনুল ইসলাম/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।