ইবিতে ‘ডাকঘর’ মঞ্চস্থ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ইবি
প্রকাশিত: ০৯:৫৯ এএম, ২১ অক্টোবর ২০১৭

‘নাটক আপনার জীবন হোক, জীবন যেন নাটক না হয়’এই স্লোগানকে সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থিয়েটারের ২৬ বছরপূর্তি উপলক্ষে বিশ্বকবি রবিন্দ্রনাথ ঠাকুর রচিত ‘ডাকঘর’ নাটক মঞ্চস্থ হয়েছে।

বিশ্ববিদ্যালয় থিয়েটারের আয়োজনে শনিবার দুপুর ১২টায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান কেন্দ্রীয় মিলনায়তনে নাটকটি মঞ্চস্থ হয়।

বিশ্ববিদ্যালয় থিয়েটারের সভাপতি ওয়াহিদুজ্জামান শাওনের নির্দেশনায় নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন তন্ময় সেন (মাধব দত্ত), শাওন (অমল), আরিফ (মোড়ল), হাসিব (কবিরাজ), এনামুল (ঠাকুরদা), সাব্বির (প্রহরী), রউফ (দইওয়ালা), আলপনা (সুধা), মাহিম (রাজ কবিরাজ) ও তারিক (রাজদূত)।

এর আগে বিশ্ববিদ্যালয় থিয়েটার কেক কেটে ২৬ বছরপূর্তি উদযাপন করে।

ফেরদাউসুর রহমান সোহাগ/আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।