শাটলের সূচিতে ফের পরিবর্তন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ১২:৪৪ পিএম, ২৪ অক্টোবর ২০১৭

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ (অনার্স) ভর্তি পরীক্ষা চলাকালীন শাটল ট্রেনের সময়সূচিতে ফের পরিবর্তন এনেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী ২৬ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত পরিবর্তিত সময়সূচিতে চলাচল করবে শাটল ট্রেন।

মঙ্গলবার বিকেলে এই পরিবর্তিত সময়সূচির বিষয়ে জাগো নিউজকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নিয়াজ মোর্শেদ রিপন।

তিনি বলেন, পরীক্ষার্থীদের সুবিধার্থে আরও এক জোড়া ট্রেন বৃদ্ধি করা হয়েছে। যার ফলে পূর্বের ঘোষিত সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।

ঘোষিত সূচিতে জানানো হয়, এবার ভর্তি পরীক্ষা চলাকালীন এক জোড়া শাটল ট্রেন দিনে সাতবার (০৭) করে মোট ১৪ বার বিশ্ববিদ্যালয় রুটে চলাচল করবে। এছাড়া একটি কমিউটার ডেমু ট্রেন দুইবার (০১) করে মোট চারবার একই রুটে যাতায়াত করবে।

পরিবর্তিত সময়সূচি অনুযায়ী নগরীর বটতলী স্টেশন থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অভিমুখে সকাল ৬টা, সকাল সাড়ে ৬টা , সকাল ৮টা ১৫ মিনিটে, সকাল ৮টা ৪৫ মিনিটে, দুপুর ২টা ৪৫ মিনিটে, বিকেল ৪টা এবং রাত ৮টা ৩০ মিনিটে শাটল ট্রেন ছেড়ে যাবে।

একই রুটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শহর অভিমুখে সকাল ৭টা ৫ মিনিটে, ৭টা ৩৫ মিনিটে, দুপুর ১টা ৫ মিনিটে, দুপুর ১টা ৩০ মিনিটে, দুপুর ৩টা ২০ মিনিটে, বিকেল ৫টা ৩০ মিনিটে এবং রাত ৯টা ৩০ মিনিটে শাটল ট্রেন ছেড়ে যাবে।

এছাড়াও নগরীর বটতলী স্টেশন থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অভিমুখে সকাল ৯টা ১৫ মিনিটে ও দুপুর ১টায় এবং ক্যাম্পাস থেকে শহর অভিমুখে সকাল ১০টা ২০ মিনিটে ও ২টা ২০ মিনিটে ডেমু ট্রেন চলাচল করবে।

আবদুল্লাহ রাকীব/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।