শাবির সিন্ডিকেট নির্বাচনে বিএনপিপন্থীদের ভরাডুবি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক শাবি
প্রকাশিত: ০৩:৪২ পিএম, ২১ ডিসেম্বর ২০১৭

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলে শিক্ষক প্রতিনিধি নির্বাচনে আওয়ামীপন্থী শিক্ষকরা জয় পেয়েছেন।

আওয়ামীপন্থীরা বিভক্ত হয়ে দুইটি প্যানেলে অংশগ্রহণ করলেও সুযোগ কাজে লাগাতে পারেনি বিএনপিপন্থীরা। নির্বাচনে একটি পদও পাননি তারা।

বৃহস্পতিবার একাডেমিক কাউন্সিলের সভা কক্ষে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে রাত সাড়ে ৮টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন।

রিটার্নিং অফিসার জানান, সিন্ডিকেটে দুইটি সদস্য পদে ক্যাটাগরি-১ এ আওয়ামীপন্থী শিক্ষকদের একাংশের প্যানেল ‘মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তচিন্তা চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দ’ থেকে অধ্যাপক ড. জহির বিন আলম এবং ক্যাটাগরি-২ এ আওয়ামীপন্থী শিক্ষকদের মূল অংশের প্যানেল ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় ঊদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ’ থেকে অধ্যাপক ড. মস্তাবুর রহমান নির্বাচিত হয়েছেন।

একাডেমিক কাউন্সিলের চারটি সদস্য পদেই জিতেছেন আওয়ামীপন্থী শিক্ষকদের মূল অংশ। তারা হলেন- সহযোগী অধ্যাপক ক্যাটাগরিতে সমাজবিজ্ঞান বিভাগের মো. আনোয়ার হোসেন ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের ড. আসিফ ইকবাল এবং সহকারী অধ্যাপক ক্যাটাগরিতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়রিং বিভাগের মো. সাইফুল ইসলাম ও স্থাপত্য বিভাগের সুব্রত দাশ।

উল্লেখ্য, নির্বাচনে সিন্ডিকেটের দুইটি পদের বিপরীতে ৬ জন এবং একাডেমিক কাউন্সিলের চারটি পদের বিপরীতে ১১ জন শিক্ষক প্রতিদ্বন্দ্বিতা করেন।

আব্দুল্লাহ আল মনসুর/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।