ইবি উপাচার্যের ওপর হামলা, বিচার বিভাগীয় তদন্তের দাবি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ইসলামী বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৪:১১ পিএম, ২৯ জানুয়ারি ২০১৮

ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন উর রশিদ আসকারীর ওপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে প্রগতিশীল শিক্ষক সংগঠনের নেতারা।

সেই সঙ্গে তারা বলেন, বিশ্ববিদ্যালয়ে এ জাতীয় ঘটনা এর আগেও ঘটেছে। সেগুলোর সুষ্ঠু তদন্ত ও বিচার না হওয়ায় বড় ঘটনা ঘটেছে। এ সময় তারা উপাচার্যের ওপর হামলার ঘটনা সম্পূর্ণ পরিকল্পিত বলে উল্লেখ করে এর মাস্টারমাইন্ডকে খুঁজে বের করার জন্য সরকারের কাছে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান।

সোমবার বেলা ১১টার দিকে মৃত্যুঞ্জয়ী মুজিবের পাদপীঠে হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরাম। শাপলা ফোরামের মানববন্ধনে একাত্মতা ঘোষণা করে প্রতিনিধি পাঠিয়েছে জগন্নাথ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নীল দল। এ সময় বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

একই স্থানে সকাল সাড়ে ১০টায় মানববন্ধন করেছে বিএনসিসি এবং রোভার স্কাউটের সদস্যরা। একই স্থানে দুপুর সাড়ে ১২টায় মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্য, বিশ্ববিদ্যালয় থিয়েটার, কনজুমার ইয়ুথ, রোটার্যাক্ট ক্লাব, লণ্ঠন, আবৃত্তি আবৃত্তি।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাত সাড়ে ৩টায় ঢাকা থেকে ক্যাম্পাসে ফেরার পথে ক্যাম্পাসের শৈলকুপা থানার বড়দাহ এলাকায় উপাচার্যের ওপর হামলা করে তার ব্যবহৃত গাড়ি ভাঙচুর করে দুর্বৃত্তরা।

ফেরদাউসুর রহমান সোহাগ/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।