ইবিতে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ১৭ মার্চ জাতীয় শিশু দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন করা হয়েছে।

শনিবার দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে এ কর্নারের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী।

এ সময় উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ, প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান ও সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিম প্রমুখ।

iu-versity-(2)

প্রথম পর্যায়ে কর্নারটি বঙ্গবন্ধুকে নিয়ে লেখা ১০০টিরও বেশি গ্রন্থ নিয়ে শুরু করা হয়েছে। পরে কর্নারটি আরও সমৃদ্ধ করা হবে বলে জানান কেন্দ্রীয় লাইব্রেরির পরিচালক আতাউর রহমান।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী বলেন, বঙ্গবন্ধু এবং বাংলাদেশ অবিচ্ছিন্ন এক অভিন্ন সত্ত্বা। বাংলাদেশকে যদি আমরা মনে করি একটি মহাকাব্য, তাহলে সেই মহাকাব্যের রচয়িতা হলেন বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুকে বাদ দিয়ে বাংলাদেশের চিন্তা করা অসম্ভব। ইসলামী বিশ্ববিদ্যালয় মহান মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাস করে। সেইসঙ্গে প্রতিটি কর্মকাণ্ডে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের তাগিদ অনুভব করে।

ফেরদাউসুর রহমান সোহাগ/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।