বেরোবির ৫৩ কোটি টাকার বাজেট প্রস্তাব

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বেরোবি
প্রকাশিত: ০৬:২৪ পিএম, ২৯ জুন ২০১৮

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ২০১৮-১৯ অর্থ বছরের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কাছে ৫৩ কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়েছে।

শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের ঢাকাস্থ লিয়াজোঁ অফিসে ৫৭তম সিন্ডকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ সভাপতিত্ব করেন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দফতরের সহকারী পরিচালক তাবিউর রহমান প্রধান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ২০১৮-১৯ অর্থবছরের জন্য ৫৩ কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়েছে সিন্ডিকেট সভায়। ইউজিসি এ বিষয়ে পর্যালোচনা করে চূড়ান্ত বাজেট অনুমোদন দিবেন। তবে ২০১৭-১৮ অর্থ বছরের তুলনায় বাজেট প্রস্তাবের পরিমাণ বেড়েছে ১৪ কোটি টাকা। ২০১৭-১৮ অর্থ বছরের জন্য বাজেট প্রস্তাব করা হয়েছিল ৩৯ কোটি টাকা।

সজীব হোসাইন/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।