‘ভাইদের জেলে রেখে এসি রুমে বসে ক্লাস করতে পারি না’

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ইবি
প্রকাশিত: ০৫:৫৬ পিএম, ১৪ জুলাই ২০১৮

সারাদেশে কোটা সংস্কারের আন্দোলনকারীদের ওপর হামলা ও প্রজ্ঞাপন জারির দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ক্লাস বর্জন অব্যাহত রয়েছে।

শনিবার সকাল থেকে বেশ কয়েকটি বিভাগের শিক্ষার্থীরা ক্লাস বর্জন অব্যাহত রেখেছে বলে জানা গেছে।

ক্যাম্পাসে বিভিন্ন বিভাগ সূত্র জানায়, কোটা সংস্কারের আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে কয়েকটি বিভাগে ক্লাস হয়নি। বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ, ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি ও আরবি ভাষা ও সাহিত্য বিভাগসহ প্রায় ১০টি সম্পূর্ণ ও আংশিকভাবে ক্লাস বর্জন করেছে। এছাড়াও লোক-প্রশাসন বিভাগের কয়েকটি বর্ষের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করেছে বলে জানা গেছে। এর ফলে ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি কমে গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ক্লাস বর্জনকারী কয়েকজন শিক্ষার্থী বলেন, যতদিন কোটা সংস্কার ও ভাইদের মুক্তি না দেয়া হবে ততদিন তা অব্যাহত থাকবে। আমাদের ভাইদের জেলে রেখে আমরা এসি রুমে বসে ক্লাস করতে পারি না।

ক্লাস বর্জনকারী মাস্টার্সের এক শিক্ষার্থী বলেন, নুরু ও তরিকের রক্ত ঝরিয়ে দেশের সকল শিক্ষার্থীদের রক্তাক্ত করেছে সরকার। কোটা সংস্কারের নেতাদের জেলে দিয়ে পুরো ছাত্র সমাজকে জেলে ভরেছে। পাঁচ দফার আলোকে কোটা সংস্কারের প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আমাদের ক্লাস বর্জন অব্যাহত থাকবে।

ফেরদাউসুর রহমান সোহাগ/আরএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।