ইবি অচল করে দেয়ার হুমকি শিক্ষার্থীদের

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ইসলামী বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৪:০২ পিএম, ১৬ অক্টোবর ২০১৮

ইসলামী বিশ্ববিদ্যালয়ে বর্ধিত ভর্তি ফি কমানোর দাবিতে আগামী ২৪ অক্টোবর ক্যাম্পাস অবরোধের হুমকি দিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা।

তারা বলেন, আগামী ২৩ অক্টোবরের মধ্যে দাবি মেনে না নিলে ২৪ অক্টোবর থেকে আন্দোলনে অচল করে দেয়া হবে ক্যাম্পাস। সেই সঙ্গে ২৩ অক্টোবরও মানববন্ধন কর্মসূচির ঘোষণা দেন তারা।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টা দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন শুরু করে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। একপর্যায়ে তারা বিক্ষোভ মিছিল নিয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

iu-versity

প্রত্যক্ষদর্শী ও আন্দোলনকারীরা জানান, এবার ভর্তি ফি তিনগুণ বাড়িয়েছে প্রশাসন। গতবার থেকে ভর্তি ফি বাড়ানো, হল বাবদ ফি বাড়ানো, সেমিস্টার পরীক্ষায় ফি বাড়ানো এবং পরিবহন খাতসহ বিভিন্ন খাতে ফি বাড়ানোর প্রতিবাদে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করছেন শিক্ষার্থীরা।

আন্দোলনকারী শিক্ষার্থী সুমিতা দাস বলেন, গত বছর আমাদের ভর্তির সময় হঠাৎ সবকিছুর ফি বাড়িয়ে দেয় প্রশাসন। তখন বাধ্য হয়ে ভর্তি হয়েছি। এখন আমরা অনেক সচেতন, তাই আমাদের ওপর অন্যায়ের প্রতিবাদ করছি।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক হারুন উর রশিদ আসকারী বলেন, ভর্তি ফি এক বছর আগে বাড়ানো হয়েছে। এ সিদ্ধান্ত সিন্ডিকেটে পাস হওয়ার পর বাস্তবায়িত হয়েছে। হঠাৎ কেন তারা আন্দোলনে নামছে তা আমার বোধগম্য নয়। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সামঞ্জস্য রেখেই সীমিত পরিমাণ ফি বৃদ্ধি করা হয়েছে। আর তা শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের কল্যাণে করা হয়েছে।

ফেরদাউসুর রহমান সোহাগ/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।