ইবির ‘বি’ ইউনিটের ফল প্রকাশ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ইসলামী বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৮:৪৭ পিএম, ১৫ নভেম্বর ২০১৮

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষায় মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ফল প্রকাশ হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক পরেশ চন্দ্র বর্মনের নিকট ফলাফল হস্তান্তর করেন ‘বি’ ইউনিটের সমন্বয়ক অধ্যাপক সাইদুর রহমান। এ সময় ইউনিট সমন্বয় কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

এবার ‘বি’ ইউনিটে পাসের হার ২০.২৬ শতাংশ। গত ৪ নভেম্বর ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে এক হাজার ৩৫টি আসনের বিপরীতে ১৮ হাজার ৮১০জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করেন। এর মধ্যে পাস করেছেন ৩ হাজার ৮১০ জন।

তিন শিফটের পরীক্ষায় প্রথম শিফটে ১ হাজার ৩৯৬ জন, দ্বিতীয় শিফটে ১ হাজার ৬২ জন এবং তৃতীয় শিফটে ১ হাজার ৩৫২ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। তবে তিন শিফটে আসন সংখ্যা ভাগ রয়েছে। এতে প্রথম শিফটে ৩৪৯টি, দ্বিতীয় শিফটে ৩৪৮টি এবং তৃতীয় শিফটে ৩৩৮টি আসন বরাদ্দ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.iu.ac.bd) থেকে ফলাফল পাওয়া যাবে।

ফেরদাউসুর রহমান সোহাগ/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।