শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে কুবির প্রশাসনিক ভবনে তালা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ১১:২৩ পিএম, ৩০ মে ২০২১

স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রোববার (৩০ মে) দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল শেষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন।

মিছিলে শিক্ষার্থীরা ‘আর একদিনও দেরি নয়, শিক্ষাপ্রতিষ্ঠান খোলা চাই’, ‘হাট বাজারে মানুষের ঢল, বন্ধ কেন পরীক্ষার হল’,‘অনলাইন শিক্ষা মানি না, অনিশ্চিত ভবিষ্যৎ মানি না’, ‘অনিশ্চিত জীবন থেকে মুক্তি দিন, শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিন’ ইত্যাদি স্লোগান সম্বলিত প্লাকার্ড নিয়ে বিক্ষোভ করতে থাকেন।

এ সময় ক্যাম্পাস খোলার পক্ষে গণস্বাক্ষর গ্রহণ করেন তারা।

আন্দোলনে অংশ নেয়া ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের বিভাগের শিক্ষার্থী সাদেক হোসেন সোহেল বলেন, ‌‘শিক্ষামন্ত্রী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান খোলার রূপরেখা দিলেও বিশ্ববিদ্যালয় খোলার ব্যাপারে কোনো নির্দেশনা দেননি। অথচ চলমান পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই সবচেয়ে বেশি মানিয়ে নিতে পারবে।’

ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের শিক্ষার্থী আফসার উদ্দিন বলেন, ‘যেখানে শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়া দেশের সবকিছুই স্বাভাবিকভাবে চলছে, সেখানে করোনার ভয় দেখানো লাখ লাখ শিক্ষার্থীর সাথে তামাশা ছাড়া কিছুই নয়।’

এ সময় শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনে অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়ে ক্লাস-পরীক্ষা শুরু করার দাবি জানান।

এমএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।