বিশ্ববিদ্যালয় খোলাসহ ৪ দফা দাবিতে ইবি শিক্ষার্থীদের কর্মসূচি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ইসলামী বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৪:৪১ পিএম, ৩১ মে ২০২১

স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয় খুলে দেয়াসহ চার দফা দাবিতে গণস্বাক্ষর কর্মসূচী পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সোমবার (৩১ মে) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ গণস্বাক্ষর কর্মসূচি পালিত হয়। এছাড়া অনলাইনেও একই কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।

Islami-University2

শিক্ষার্থীরা জানান, জুনের প্রথম সপ্তাহের মধ্যে বিশ্ববিদ্যালয় খোলার দাবিতে আমরা এ কর্মসূচি হাতে নিয়েছি। বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় আমরা আগামী এক সপ্তাহ অনলাইনে কর্মসূচি চালিয়ে যাবো। পরে উপাচার্যের কাছে গণস্বাক্ষর সম্বলিত দাবি পেশ করা হবে। ক্যাম্পাস না খোলা পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো।

এসময় পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী শাহাদাত হোসেন রাজীন, জেরিন, ইতিহাস বিভাগের মোস্তাাফিজুর রহমান, বাংলা বিভাগের শ্যামলী তানজিন অনু, ল’ অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের হুমায়রা আঞ্জুম অন্তু, আলামিন ইসলাম, নির্মল, তানজিরসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থী অংশ নেন।

Islami-University2

এর আগে একই দাবিতে গত সোমবার (২৪ মে) মানববন্ধন, গত বৃহস্পতিবার (২৭ মে) গলায় রশি দিয়ে প্রতীকী ফাঁস নিয়ে বিক্ষোভ ও গত শনিবার (২৯ মে) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করে শিক্ষার্থীরা।

রায়হান মাহবুব/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।