টিকার আবেদন করেনি ইবির ৫৭ শতাংশ শিক্ষার্থী

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ইসলামী বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৯:০৩ পিএম, ০১ জুন ২০২১

করোনাভাইরাসের টিকা গ্রহণে অনলাইনে আবেদন করেনি ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ৫৭ শতাংশ শিক্ষার্থী।

মঙ্গলবার (১ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, করোনাভাইরাসের টিকা গ্রহণে অনলাইন আবেদনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বশেষ ৩০ মে (রোববার) পর্যন্ত সময় দেয়। এদিন পর্যন্ত সর্বমোট ছয় হাজার ৭৮৬ জন শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী টিকার আবেদন করেছেন। এর মধ্যে ছয় হাজার ৬০৭ জন শিক্ষার্থী রয়েছে। যা মোট শিক্ষার্থীর ৪৩ শতাংশ। বাকি ১৭৯ টি আবেদন করেছেন সেইসব শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারী। যারা এখনও করোনার টিকা গ্রহণ করেননি।

বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার মেহেদী হাসান বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশনায় আমরা রোববার (৩০ মে) থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া বন্ধ করে দিয়েছি।

রায়হান মাহবুব/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।