করোনা উপসর্গে কুবি শিক্ষার্থীর মৃত্যু

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক কুমিল্লা বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৫:৪৯ পিএম, ০৮ আগস্ট ২০২১

করোনা উপসর্গ নিয়ে মারা গেলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নৃবিজ্ঞান বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী আবুল হাসান।

রোববার (৮ আগস্ট) সকাল থেকে শ্বাসকষ্ট দেখা দিলে দুপুর আড়াইটায় কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত আবুল হাসান কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সাতবাড়িয়া গ্রামের আব্দুল জলিলের সন্তান।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, কয়েক দিন আগে জ্বর-সর্দি ও শ্বাসকষ্ট দেখা দিলে কুমিল্লা মেট্রোপলিটন হাসপাতালে দুইদিন ভর্তি ছিলেন আবুল হাসান। অবস্থার উন্নতি হলে তাকে রিলিজ দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়। কিন্তু রোববার সকালে ফের শ্বাসকষ্ট শুরু হয়। দুপুরের দিকে হাসাপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

আবুল হাসানের জানাজা তার নিজ বাড়িতে এশার নামাজের পর অনুষ্ঠিত হবে।

এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।