ইবির নামে ভুয়া পেজের ছড়াছড়ি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
প্রকাশিত: ০৮:৫৮ পিএম, ২৩ আগস্ট ২০২১

‘ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) লোগো ব্যবহার করে কিংবা সরাসরি নাম ব্যবহার করে ব্যক্তিগত কোনো কাজে কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো কার্যক্রম করা যাবে না’—এ মর্মে নির্দেশনা থাকলেও প্রশাসনের অনুমতি ছাড়াই অর্ধশতাধিক ফেসবুক পেজ চালু রয়েছে। এতে বিব্রত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের নামে একটি ভেরিফায়েড পেজ খুলে এসব ভুয়া পেজ বন্ধের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। একই দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠন।

খোঁজ নিয়ে জানা যায়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করে অর্ধশতাধিক ফেসবুক পেজ চালু করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাড়াও অন্যরা তথ্যের জন্য বিশ্ববিদ্যালয়ের পেজ অনুসন্ধান করলে বিব্রতকর অবস্থায় পড়েন তারা। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, আবাসিক হল, বিভিন্ন দফতর নিয়েও একই নামে একাধিক পেজ রয়েছে।

শিক্ষার্থীদের দাবি, বিশ্ববিদ্যালয়ের নামে অনেক ভুঁইফোড় গ্রুপ-পেজে অনেক সময় মিথ্যা, বিভ্রান্তিকর তথ্য, উদ্দেশ্যপ্রণোদিত বিভিন্ন ব্যক্তির নামে কুৎসা রটনা, ব্যক্তি স্বার্থ হাসিল, অপপ্রচার ও মিথ্যা সংবাদ পরিবেশন, মেয়েদের বিরুদ্ধে সাইবার বুলিং এবং বিভিন্ন প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক আহসান-উল আম্বিয়া জাগো নিউজকে বলেন, বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল পেজ না থাকার কারণে এমন হচ্ছে। বিষয়টি বিব্রতকর। কর্তৃপক্ষ নির্দেশনা দিলে আমরা কাজ শুরু করবো।

উপ-উপাচার্য অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, বিষয়টি আমিও লক্ষ্য করেছি।এতো দিন কেউ দাবি করেনি। বিষয়টি নিয়ে কথাও ওঠেনি। শিক্ষার্থীরা আবেদন করলে আমরা আইনগত ব্যবস্থা নেব।

রায়হান মাহবুব/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।