অস্ট্রেলিয়ায় সেরা গবেষণা পুরস্কার পেলেন ইবি শিক্ষক

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ইসলামী বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৯:২৬ এএম, ১০ সেপ্টেম্বর ২০২১

অস্ট্রেলিয়ার নিউক্যাসল বিশ্ববিদ্যালয়ের পিএইচডির গবেষক ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম তার গবেষণার জন্য সেরা পুরস্কার লাভ করেছেন। সোসাইটি অব টক্সিকোলজি অ্যান্ড কেমিস্ট্রি, অস্ট্রেলিয়া (এসইটিএসি, এইউ) তাকে এ পুরস্কার প্রদান করে।

জানা যায়, পিএইচডির গবেষক হিসেবে স্কুল অব এনভায়রনমেন্টাল অ্যান্ড লাইফ সায়েন্সেস, দ্য ইউনিভার্সিটি অব নিউক্যাসল, অস্ট্রেলিয়ায় কর্মরত আছেন অধ্যাপক রফিকুল ইসলাম। তার গবেষণার বিষয়বস্তু ‘প্রজনন হরমোনাল যৌগ ও তাদের সামুদ্রিক এবং মোহনার জলজপ্রাণীর ওপর বিরূপ প্রভাব’।

তিনি ও তার গবেষক দল অস্ট্রেলিয়ার সিডনি রক ওয়েস্টারের ওপর গবেষণায় দেখিয়েছেন, কীভাবে এই হরমোনগুলোর জন্য প্রাপ্তবয়স্ক প্রাণীগুলো পুরুষ থেকে উভলিঙ্গ, এমনকি নারী হয়ে যাচ্ছে। কীভাবে পুরুষগুলো যৌন দুর্বলতায়/অস্বাভাবিকতায় ভুগছে এবং এই প্রভাব তাদের বাচ্চাদের ওপর যাচ্ছে। এমনকি বাচ্চাদের মেরে ফেলছে ও বৃদ্ধি বিলম্ব হচ্ছে। এটির উচ্চমাত্রা অন্যান্য জলজপ্রাণী ও মানুষের ওপর প্রভাব ফেলতে পারে।

সম্প্রতি তিনি তার গবেষণায় দেখিয়েছেন, কীভাবে হরমোনগুলো রক ঝিনুকের দেহে অপরিহার্য উপাদান যেমন- লিপিড, অ্যামিনো অ্যাসিড, কার্বোহাইড্রেট, ট্রাইকারবক্সিলিক অ্যাসিডচক্রের মধ্যবর্তী উপাদান ও শক্তি উৎপাদন ব্যাহত করছে, যা কিনা প্রাপ্তবয়স্ক প্রাণী ও তাদের বাচ্চাদের ওপর প্রভাব ফেলছে।

গত ৩০ আগস্ট এনভায়রনমেন্টাল টক্সিকোলজি অ্যান্ড কেমিস্ট্রি, অস্ট্রেলিয়ার মেলবোর্ন সম্মেলনে উপস্থাপনা করা হয় তাদের এই গবেষণা, যা সবচেয়ে সেরা গবেষণার সম্মাননা লাভ করে। গবেষণাটি ইতিপূর্বে মর্যাদাপূর্ণ জার্নাল ‘এলসেভিয়ার অ্যাকুয়াটিক টক্সিকোলজি’তে প্রকাশিত হয়।

গবেষক রফিকুল ইসলাম বলেন, প্রকাশনাটি শুধু অস্ট্রেলিয়ায় নয় বরং ২০২১ সালে বিশ্বব্যাপী সেরা প্রকাশনা ছিল। অস্ট্রেলিয়া ও এশিয়া মহাদেশ থেকে সেরা প্রতিযোগীরা এ প্রকাশনা প্রতিযোগীতায় অংশ নেন। এ গবেষণা পুরষ্কার আমার জন্য একটি বড় প্রাপ্তি।

রায়হান মাহবুব/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।