ইবির ‘ডি’ ইউনিটের ভর্তির আবেদন শুরু ৭ অক্টোবর
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ধর্মতত্ত্ব ও ইসলাম শিক্ষা অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন শুরু হচ্ছে ৭ অক্টোবর। যা চলবে ১৭ অক্টোবর রাত ১২টা পর্যন্ত।
রোববার (৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২ নভেম্বর ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ অনুষদভূক্ত তিন বিভাগে মোট ২৪০ শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে। ২০১৭ বা ২০১৮ সালে মাধ্যমিক এবং ২০১৯ বা ২০২০ সালে উচ্চমাধ্যমিকে উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তি আবেদন করতে পারবে। ভর্তি নির্দেশিকায় উল্লেখিত শর্তপূরণ সাপেক্ষে বিভিন্ন কোটায় ভর্তির জন্য আবেদন করা যাবে।
ভর্তি পরীক্ষায় সর্বমোট নম্বর ১২০। এরমধ্যে ৪০ নম্বর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের জিপিএ স্কোর এবং ৮০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরমধ্যে ৬০ নম্বরের এমসিকিউ এবং ২০ নম্বরের লিখিত নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকবে। ইবির ওয়েবসাইটে ভর্তি সংক্রান্ত পূর্ণাঙ্গ নির্দেশিকা দেওয়া হয়েছে।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের বাকি অনুষদগুলোর ভর্তি পরীক্ষা গুচ্ছ পদ্ধতিতে হলেও অন্য কোন বিশ^বিদ্যালয়ে ধর্মতত্ত্ব অনুষদ না থাকায় ‘ডি’ ইউনিটের অধীনে স্বতন্ত্রভাবে এ পরীক্ষা নেওয়া হবে।
রায়হান মাহবুব/এএইচ/জেআইএম