মঙ্গলবার থেকে সশরীরে ক্লাস নেবে ইবি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
প্রকাশিত: ০৮:১৩ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২২
ফাইল ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সশরীরে ক্লাস শুরু হবে আগামী মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) থেকে। শনিবার (১৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ দফতরের সহকারী রেজিস্ট্রার রাশিদুজ্জামান খান টুটুল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

করোনার প্রাদুর্ভাব দুর্বল হওয়ায় স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস ও পরীক্ষা শুরু হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এ সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের পরামর্শের আলোকে গত ২২ জানুয়ারি থেকে ইবির আবাসিক হল খোলা রেখে অনলাইনে ক্লাস এবং চলমান ও ঘোষিত পরীক্ষা সশরীরে গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।