ইবি স্ন্যাকসে কেনা ৬ স্যান্ডউইচের ৫টিই বাসি!

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
প্রকাশিত: ০৫:৪৮ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২২
ছয়টি স্যান্ডউইচের পাঁচটিই ছিল বাসি

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রধান ফটকের সামনে অবস্থিত একটি খাবারের দোকানে বাসি স্যান্ডউইচ সরবরাহ করার অভিযোগ পাওয়া গেছে। বিষয়টির প্রতিবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা।

ক্যাম্পাস সূত্র জানায়, শনিবার (১৯ ফেব্রুয়ারি) এক শিক্ষার্থীর পরিবারের লোকজন ক্যাম্পাসে ঘুরতে আসেন। তাদের আপ্যায়ন করাতে কিছু খাবার কিনতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ‘ইবি স্ন্যাকস’-এ যান ওই শিক্ষার্থী। তবে তার কেনা ছয়টি স্যান্ডউইচের পাঁচটিই ছিল বাসি।

অভিযোগকারী বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবির হোসেন বলেন, ‘বাড়ি থেকে আমার কিছু গেস্ট এসেছিল। তাই ইবি স্ন্যাকসে কিছু খাবার কিনতে গিয়েছিলাম। সেখান থেকে ছয়টি স্যান্ডউইচ কিনি। এরমধ্যে পাঁচটিই ছিল খাবার অযোগ্য। এগুলো থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল।’

এ বিষয়ে ইবি স্ন্যাকসের মালিক লিটন বলেন, ‘গরমের কারণে এমন হতে পারে। এছাড়া অন্যদিনের খাবার ভুলক্রমে চলে আসতে পারে। তবে পরবর্তী সময়ে যাতে এমন ভুল না হয় সে চেষ্টা করবো।’

এর আগেও বিভিন্ন সময়ে খাবার দোকানটির বিরুদ্ধে নিম্নমানের ও বাসি খাবার পরিবেশনের অভিযোগ রয়েছে।

ইবি স্ন্যাকসে কেনা ৬ স্যান্ডউইচের ৫টিই বাসি!

শিক্ষার্থীদের অভিযোগ, ক্যাম্পাস ও পার্শ্ববর্তী হোটেলগুলোর খাবারের মান নিম্নমানের। এ বিষয়ে তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কার্যকরী পদক্ষেপ কামনা করেছেন।

ভোক্তা অধিকার বিষয়ক সংগঠন সিওয়াইবির ইবি শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান বলেন, ক্যাম্পাসের বাইরে এবং ভেতরে নিম্নমানের খাবার পরিবেশন করা হচ্ছে। যা খেয়ে আমাদের শিক্ষার্থীরা প্রায় অসুস্থ হয়ে পড়ছেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বসে আমরা এ বিষয়ে কার্যকরী পদক্ষেপ নেবো।

এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।