চবি ছাত্রলীগ

কমিটি ঘোষণার পর পদবঞ্চিতদের অবরোধ, বাস-শাটল ট্রেন বন্ধ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ১০:৩৪ এএম, ০১ আগস্ট ২০২২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার (৩১ জুলাই) দিনগত রাত ১টার দিকে ছাত্রলীগের ভেরিফাইড ফেসবুক পেজে কমিটির তালিকা প্রকাশ করা হয়।

কমিটিতে ৬৯ জন সহ-সভাপতি, ১১ জন যুগ্ম-সাধারণ সম্পাদক, ১১ জন সাংগঠনিক সম্পাদকসহ ৩৮০ নেতাকর্মী রয়েছেন।

এর আগে ২০১৯ সালের ১৩ জুলাই রাতে রেজাউল হক রুবেলকে সভাপতি ও ইকবাল হোসেন টিপুকে সাধারণ সম্পাদক করে এ কমিটি ঘোষণা করা হয়।

এদিকে কমিটি ঘোষণার পরপরই বিশ্ববিদ্যালয়ের মূল ফটক আটকে দেন পদবঞ্চিতরা। তাদের দাবি, ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে এ কমিটি ঘোষণা করা হয়েছে। বর্তমানে ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছে।

ছাত্রলীগের এ অবরোধের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন ও শিক্ষক বাস চলাচল বন্ধ রয়েছে। শহর থেকে শিক্ষক ও শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসতে না পারায় ক্লাস স্থগিত করেছে অনেক বিভাগ।

রোকনুজ্জামান/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।