শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. গোলাম কবীর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৬:০০ পিএম, ০১ সেপ্টেম্বর ২০২২

নেত্রকোনার শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. গোলাম কবীর। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) এনামুল হক আরাফাত এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে অধ্যাপক ড. গোলাম কবীর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগে কর্মরত ছিলেন।

এনামুল হক আরাফাত জানান, বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব মো. মাহবুবুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে অধ্যাপক ড. গোলামকে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের ভিসি পদে নিয়োগ দেয়া হয়। প্রজ্ঞাপনের শর্ত অনুযায়ী তিনি যোগদানের তারিখ থেকে টানা চার বছর ভিসি পদে দায়িত্ব পালন করবেন।

এর আগে ২০১৮ সালের ফেব্রুয়ারিতে নেত্রকোনায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। এরপর একই বছরের ২৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. রফিক উল্লাহ খানকে প্রতিষ্ঠানটির প্রথম ভিসি নিয়োগ দেওয়া হয়। গত ৩১ জুলাই তার চার বছরের মেয়াদ শেষ হয়। এরপর থেকে ভিসির পদটি শূন্য ছিল।

এইচ এম কামাল/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।