ইডেন অধ্যক্ষকে লিখিত অভিযোগ

রিভা-রাজিয়ার নির্যাতন-চাঁদাবাজি বন্ধে ছাত্রলীগের একাংশের ১১ দফা

ক্যাম্পাস প্রতিবেদক
ক্যাম্পাস প্রতিবেদক ক্যাম্পাস প্রতিবেদক
প্রকাশিত: ১২:২৬ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২২
ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি রিভা ও সম্পাদক রাজিয়া এবং সহ-সভাপতি জান্নাতুল (ডানে)

ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানার বিরুদ্ধে নির্যাতন, চাঁদাবাজি, সিট বাণিজ্যের অভিযোগ তুলেছেন সংগঠনটির একাংশের নেতাকর্মীরা। এসব অভিযোগ তদন্ত করে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণে ১১ দফা দাবিও জানিয়েছেন তারা।

রোববার (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৩টায় ইডেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্যের কাছে লিখিতভাবে এসব দাবি জানান তারা।

এতে ইডেন কলেজ ছাত্রলীগের বর্তমান কমিটির ১৬ জন সহ-সভাপতি, তিনজন যুগ্ম সাধারণ সম্পাদক ও একজন সাংগঠনিক সম্পাদকসহ প্রায় ১০০ জন সাধারণ শিক্ষার্থী সই করেন।

বিচার না পেলে আত্মহত্যার হুমকি ইডেন ছাত্রলীগ নেত্রীর

ছাত্রলীগের একাংশের ১১ দাবি
>> সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌসীর ওপর অতর্কিত হামলার বিচার করতে হবে।

>> বিভিন্ন সময়ে ছাত্রীদের অকথ্য গালিগালাজের সুষ্ঠু বিচার করতে হবে।

>> সাধারণ শিক্ষার্থীদের জোরপূর্বক অশ্লীল প্রস্তাব দেওয়ার ঘটনা তদন্ত করতে হবে।

>> গণহারে প্রায় শতাধিক কক্ষ দখলের সুষ্ঠু তদন্ত করতে হবে।

>> অধ্যক্ষকে কটাক্ষ করে কথা বলার জবাব দিতে হবে।

>> ছাত্রী হলের ক্যান্টিনে একচেটিয়া চাঁদাবাজি ও একচেটিয়া রাজনীতি বন্ধ করতে হবে এবং এ বিষয়ে প্রশাসনকেও নিরপেক্ষ হতে হবে।

>> ক্যাম্পাসের কোনো সিসিটিভি ফুটেজ লুকানো যাবে না। সম্পূর্ণ ভিডিও ফুটেজ তদন্ত কমিটিকে দিতে হবে।

>> আবাসিক হলে অবৈধভাবে যে ওয়াইফাই সংযোগ প্রবেশ করানো হয়েছে, তা অবশ্যই প্রশাসনের মাধ্যমে বের করে দিতে হবে। সভাপতি ও সাধারণ সম্পাদক যে অর্থ নিয়েছেন, তা সম্পূর্ণ ফেরত দিতে হবে। সেটা ইডেন কলেজের ৪২ জন নেত্রীর সামনে এবং প্রশাসনও উপস্থিতিতেই দিতে হবে।

মধ্যরাতে উত্তপ্ত ইডেন কলেজ

>> ইডেন কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌসীর যে অশ্লীল ছবি তোলা হয়েছে, তা প্রশাসনের সামনে মুছতে হবে।

>> বঙ্গমাতা হলের ১১ তলায় যেসব রুম দখলে আছে, তা উদ্ধার করতে হবে।

>> সহ-সভাপতি মিম ইসলাম (সভাপতির অনুসারী বলে অভিযোগ রয়েছে) এবং সহ-সভাপতি রোকসানা মেয়েদের যে অত্যাচার করেছেন, তা তদন্ত করে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে।

আরও পড়ুন: বিচার না পেলে আত্মহত্যার হুমকি ইডেন ছাত্রলীগ নেত্রীর

জানতে চাইলে ইডেন কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি সোনালী আক্তার বলেন, ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের দুর্নীতি, চাঁদাবাজিসহ স্বেচ্ছাচারিতা, নির্যাতন বন্ধে আমরা প্রশাসনের কাছে দাবি জানিয়েছি। ক্যাম্পাসে শৃঙ্খলা না আসা পর্যন্ত আমরা অবস্থান নিয়েছে।

অভিযোগ বিষয়ে জানতে ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানার মোবাইল নম্বরে একাধিকবার কল দেওয়া হলেও তারা রিসিভ করেননি।

আরও পড়ুন: মধ্যরাতে উত্তপ্ত ইডেন কলেজ

ইডেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য ও উপাধ্যক্ষ অধ্যাপক ফেরদৌসী বেগমের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

এর আগে গণমাধ্যমে কথা বলায় নিজ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন ইডেন কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস। ওই ঘটনাকে কেন্দ্র করে গতকাল রাত থেকেই উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে ইডেন কলেজে।

নাহিদ হাসান/এএএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।