যবিপ্রবির সঙ্গে গুয়াহাটির এমডিটিইউর সমঝোতা স্মারক সই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৮:১৯ পিএম, ০৫ ডিসেম্বর ২০২২

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সঙ্গে ভারতের আসাম রাজ্যের গুয়াহাটির আসাম ডাউন টাউন বিশ্ববিদ্যালয়ের (এমডিটিইউ) একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। এতে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, মাস্টার্স পর্যায়ে যৌথ ডিগ্রি প্রদানসহ শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে নতুন সুযোগ সৃষ্টি হলো।

সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন এবং এডিটিইউয়ের উপাচার্য অধ্যাপক ড. নারায়ণ চন্দ্র তালুকদার নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন।

Jessore-(1).jpg

দুই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল তাদের প্রতিষ্ঠান থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্ম জুমের মাধ্যমে সমঝোতা স্মারক অনুষ্ঠানে যুক্ত ছিলেন। যবিপ্রবির ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগ এ দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমন্বয় করে।

সমঝোতা স্মারক অনুষ্ঠানে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন বলেন, শিক্ষক-শিক্ষার্থী বিনিময়সহ যৌথভাবে গবেষণার ফলে দুই বিশ্ববিদ্যালয় অনেক দূর এগিয়ে যাবে।

Jessore-(1).jpg

ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের চেয়ারম্যান ড. অভিনু কিবরিয়া ইসলামের পরিচালনায় সমঝোতা স্মারক অনুষ্ঠানে যবিপ্রবির জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. ইকবাল কবীর জাহিদ, স্বাস্থ্যবিজ্ঞান অনুষদের ডিন ড. তানভীর ইসলাম, আসামের ডাউন টাউন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ডিন ড. মৃন্ময় বসাক, ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের সাবেক চেয়ারম্যান ডা. ফিরোজ কবির, একই বিভাগের প্রভাষক ডা. জাহিদ হোসেন, ডা. কাজী এমরান হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

মিলন রহমান/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।