আর্জেন্টিনার জয়
ইসলামী বিশ্ববিদ্যালয়ে বাঁধভাঙা উল্লাস
সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে নিয়েছেন আর্জেন্টিনা। এমন দুর্দান্ত জয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নাচ-গান, আনন্দ-মিছিলে মেতেছিলেন আর্জেন্টাইন সমর্থকরা। ৯০ মিনিটিরে খেলায় ক্ষণে ক্ষণে উল্লাসে ফেটে পড়েন তারা।
ক্যাম্পাস ঘুরে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্রিকেট মাঠে বড় পর্দায় ক্রোয়েশিয়া ও আর্জেন্টিনার মধ্যকার সেমি ফাইনাল খেলা উপভোগ করেন শিক্ষার্থীরা। খেলার প্রথমার্ধে পেনাল্টি শুটে মেসির দেওয়া গোলে পিছনে ফেলে ক্রোয়েশিয়াকে। শুরু হয় দর্শকদের উল্লাস। খেলার ৩৯ মিনিটে দলের হয়ে দ্বিতীয় গোল দেন আলভারেজ। ফলে কোণঠাসা হয়ে পড়ে ক্রোয়েশিয়া।

দ্বিতীয়ার্ধের ৬৯ মিনিটে ক্রোয়েশিয়ার জালে আবারও বল ঢুকিয়ে ৩-০ গোলে দলকে এগিয়ে রাখেন আলভারেজ। আর্জেন্টিনার এমন নান্দনিক খেলা দেখে বাঁধভাঙা উল্লাসে মেতে উঠেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আর্জেন্টিনা সমর্থক আবু সোহান বলেন, আজকে এক দারুণ খেলা উপভোগ করেছি। দারুণ খেলেছে প্রিয় তারকা লিওনেল মেসি। এমন পারফর্ম ধরে রাখলে এবারের বিশ্বকাপ মোটামুটি নিশ্চিত আমরা নিচ্ছি। তবে আর্জেন্টিনা খেলোয়াড়রা দৌড়ে কম যার ফলে সংশয়ে আছি। সবকিছু ঠিকঠাক থাকলে জয় মেসির দলেরই হবে।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের আর্জেন্টাইন সমর্থক হুরাইরা বলেন, মেসির হাতে থাকবে এবারের বিশ্বকাপ। মেসিকে চির স্মরণীয় করে রাখার জন্য হলেও, আমরা চাই এবার আর্জেন্টিনা জিতে যাক।
রুমি নোমান/জেএস/জেআইএম