শীতার্তদের পাশে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ‘আলোকিত মানুষ’
দরিদ্র জনগোষ্ঠী ও পথ শিশুদের নিয়ে কাজ করা মানবিক সংগঠন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ‘আলোকিত মানুষ’। সারা বছর পথ শিশুদের জন্যে তৈরি করা স্কুলে পড়ানোর পাশাপাশি তাদের নতুন বই, জামা-কাপড় কেনা, ঈদের সময় হতদরিদ্রদের জন্য প্রয়োজনীয় বাজার এবং প্রতিবছর শীতে গরম কাপড় নিয়ে দরিদ্রদের পাশে থাকে সংগঠনটি।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দিনগত রাতে ২টার দিকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বাছায় করে তুলনামূলক বেশি দুর্ভোগে থাকা শীতার্তদের মধ্যে প্রায় ১০০ কম্বল ও পুরাতন শীতবস্ত্র বিতরণ করেছে সংগঠনটির কর্মীরা।
আরও পড়ুন: ইউনেস্কোর ই-ডিএনএ গবেষণা অভিযানে শেকৃবির সহযোগিতা
এছাড়া এর আগেও নীলফামারী, দিনাজপুর, ঝিনাইদহসহ দেশের বিভিন্ন অঞ্চলে ছাত্রদের মাধ্যমে প্রায় ৭০টি কম্বল বিতরণ করেছেন এ সংগঠন।
সংগঠনের সভাপতি রায়হান মুন্না জাগো নিউজকে বলেন, কয়েক বছরের মতো এবারও আমরা ঢাকায় শীতার্তদের মাঝে কিছুটা উষ্ণতা বিলানোর চেষ্টা করেছি। তবে আমাদের সীমাবদ্ধতার কারণে খুব বেশি দিতে পারিনি। আমরা আশা করছি সামনের দিনগুলোতে আরও বেশি সহযোগিতা করতে পারবো। এছাড়া ১৭ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে আরও কিছু শীতবস্ত্র বিতরণ করবো। সবার প্রতি আহ্বান থাকবে, সবাই যেন যার যার জায়গা থেকে এসব বাস্তুহারা মানুষের পাশে দাঁড়ায়।
তাসনিম আহমেদ তানিম/জেএস/এএসএম