রাবি শিক্ষকের মৃত্যুতে শোক র‌্যালি


প্রকাশিত: ০৯:১১ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৬

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সঙ্গীত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাফরুহা হোসেন সেঁজুতির (৪৬) মৃত্যুতে শোক র‌্যালি করেছে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। শনিবার বেলা সাড়ে ১১ টায় বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা কালো ব্যাজ ধারণ করে শোক র‌্যালিতে অংশ নেয়।

র‌্যালিটি সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী ভবন থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এর আগে গত বুধবার রাজধানীর ডেল্টা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টা ৫১ মিনিটে তার মৃত্যু হয়। তিনি প্রায় ৫-৬ বছর ধরে ক্যান্সারে ভুগছিলেন। বৃহস্পতিবার জয়পুরহাটে নামাযে জানাযা শেষে সেখানে পারিবারিক গোরস্থানে মরহুমার দাফন সম্পন্ন হয়।

জয়পুরহাটের ক্ষেতলাল উপাজেলার তেলিহার গ্রামের মরহুম অধ্যাপক আলতাফ হোসেনের মেয়ে ড. মাফরুহা হোসেন সেঁজুতি। মৃত্যুর সময় সেঁজুতি স্বামী ড. মো. মুস্তাফিজুর রহমান, মেয়ে শ্রুতি রহমানসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।

ড. মাফরুহা হোসেন সেঁজুতি বাংলাদেশ টেলিভিশনের ‘ক’ শ্রেণিমানের তালিকাভুক্ত কণ্ঠ সঙ্গীতশিল্পী, বাংলাদেশ বেতারের ‘খ’ শ্রেণিমানের কণ্ঠসঙ্গীত শিল্পী এবং বাংলাদেশ টেলিভিশনের ‘খ’ তালিকাভুক্ত সুরকার ও সঙ্গীত পরিচালক ছিলেন।

সেঁজুতি বেশ কয়েকটি নাটকের আবহ সঙ্গীত পরিকল্পনা করেছেন। সেগুলো হল- ড. মো. মুস্তাফিজুর রহমানের ‘দৃষ্টি’, ‘আম্রকানন’, ‘সবুজদ্বীপের সাতপাখি’, ‘যন্ত্রণা’, ‘টোনাটুনি আর বাঘের গল্প’ এবং ‘মহামান্য রাজা ও মাননীয় মন্ত্রী’।

RU-Teacher
সঙ্গীত বিভাগ সূত্রে জানা যায়, ড. মাফরুহা হোসেন সেঁজুতির জন্ম ১৯৭০ সালে ঢাকায়। পড়াশোনা করেছেন ঢাকাতেই। ১৯৯০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বি. মিউজ. ডিগ্রি লাভ করেন তিনি। ১৯৯৪ সালে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগ থেকে ‘কণ্ঠসঙ্গীত’এ বিএ অনার্স এবং এখান থেকেই কণ্ঠসঙ্গীতে স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরে ২০০৯ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচ. ডি. সম্পন্ন করেন। এই পিএইচ. ডি.’র জন্য এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশএর ‘এ.এস.বি. বৃত্তি’ লাভ করেন।

এছাড়াও ঢাকা উইমেন বিশ্ববিদ্যালয় কলেজে সেঁজুতি সঙ্গীত বিভাগে প্রভাষক হিসেবে প্রায় চার বছর চাকরি করেন এবং বাংলাদেশ শিশু একাডেমির সঙ্গীত প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষক হিসেবেও খণ্ডকালীন প্রায় চার বছর ধরে কাজ করেন।

এদিকে ড. মাফরুহার মৃত্যুতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন ও উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সঙ্গীত শিক্ষা ও গবেষণায় মরহুমার অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তাঁর রুহের মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

রাশেদ রিন্টু/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।