অবশেষে পটুয়াখালী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারকে অপসারণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০৭:০৫ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০২৩

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. কামরুল ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে ছুটিতে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কার্যালয়ের সংস্থাপন শাখার (কর্মকর্তা সেল) উপ রেজিস্ট্রার এ আদেশ জারি করেন।

ওই আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব বিভাগের প্রফেসর ড. সন্তোষ কুমার বসুকে ভারপ্রাপ্ত রেজিস্টারের দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের অপসারণসহ ৭ দফা দাবি আদায়ে আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ নিয়ে ক্যাম্পাস উত্তপ্ত হয়ে ওঠে।

অবশেষে পটুয়াখালী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারকে অপসারণ

আরও পড়ুন: রেজিস্ট্রারের পদত্যাগ দাবিতে আন্দোলন, অচলাবস্থা

বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সাইদুর রহমান জুয়েল ও কর্মচারী পরিষদের সভাপতি মজিবর রহমান মৃধা জানান, অবস্থান কর্মসূচীতে বক্তব্য দেওয়ার সময় আচমকা মাইক কেড়ে নেওয়ার চেষ্টা করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের ৫-৬ জন অনুসারী। এসময় অনেকে হামলার শিকার হন। তবে তাদের ৬ দফা দাবি মেনে নেয় এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. কামরুল ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ায় আন্দোলন স্থগিত করেছেন তারা।

দুপুরে বিশ্ববিদ্যালয়ের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হলে পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর ও সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নান, উপজেলা চেয়ারম্যান হারুন-অর-রশিদ হাওলাদারসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের সঙ্গে আলোচনায় বসেন। সেখানে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কামরুল ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতিসহ যৌক্তিক দাবি মেনে নেওয়ার সিদ্ধান্ত হয়।

আব্দুস সালাম আরিফ/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।