আন্তঃবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিংয়ে আবারো দেশসেরা শাবিপ্রবি


প্রকাশিত: ০২:৪৪ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৬

আন্তঃবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টিম ‘সাস্ট-রনো’।  বিজয়ী টিমের কোচ শাবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো. সাবির ইসমাইল বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন।

শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ঢাকার ‘স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ(এসইউবি)’ এর ক্যাম্পাসে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসইউবি কম্পিউটিং ক্লাব ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ এই প্রতিযোগিতার আয়োজন করে। দেশের সরকারি-বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শতাধিক টিম এ প্রোগ্রামিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের টিম ‘বুয়েট রায়ো’ এবং দ্বিতীয় রানার আপ হয় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের টিম ‘এনএসইউ বাগ লাভারস’। তিন টিমই ১১টি সমস্যার মধ্যে ৭টি করে সমাধান করে। তবে সময়ের দিক থেকে এগিয়ে থাকায় শাবির টিমকে বিজয়ী ঘোষণা করা হয়।

বিজয়ী টিমের সদস্যরা হলেন- শাবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রুম্মান মাহমুদ মাহদী, তৃতীয় বর্ষের তাহমিদ হোসাইন অলি ও একই বর্ষের কাজী নাঈম।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কায়কোবাদ এবং ‘স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ’ এর উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার গনি চৌধুরী।

উল্লেখ্য, গত বছরের ১২ ডিসেম্বর ঢাকার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত ‘ন্যাশনাল গার্লস প্রোগ্রামিং’ প্রতিযোগিতায় শাবিপ্রবির টিম ‘সাস্ট টুইংকেলস্’ চ্যাম্পিয়ন হয়েছিল।

আব্দুল্লাহ আল মনসুর/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।