টেক্সটাইল বিশ্ববিদ্যালয়

নতুন নেতৃত্বে বুটেক্স সাহিত্য সংসদ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক টেক্সটাইল বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৫:৩৮ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৩
শাহরিয়ার শুভ, ইফফাত হাসান মাহদী, আনিকা রহমান ও ফজলে রাব্বী

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের একমাত্র সাহিত্য ক্লাব ‘বুটেক্স সাহিত্য সংসদ’ এর নতুন কমিটি গঠন হয়েছে। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) এ কমিটি গঠন করা হয়।

কমিটিতে সভাপতি পদে ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের রুম্মান শাহরিয়ার শুভ, সাধারণ সম্পাদক পদে ইফফাত হাসান মাহদী, থিয়েটার ইউনিট এর পরিচালক পদে ওয় আনিকা রহমান এবং থিয়েটার পরিচালনায় ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ফজলে রাব্বী নির্বাচিত হয়েছেন। তারা সবাই ২০১৭-২০১৮ ব্যাচের শিক্ষার্থী।

ক্লাবটির মডারেট হিসেবে নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সহকারী অধ্যাপক সাজীদ এলাহি।

২০১৭ সালে বিশ্ববিদ্যালয়ের একদল সাহিত্যপ্রেমীর হাতে গড়ে ওঠে বুটেক্স সাহিত্য সংসদ। ইঞ্জিনিয়ারিংয়ের ল্যাব রিপোর্ট ও পরীক্ষার পাশাপাশি সাহিত্যমনা শিক্ষার্থীদের জন্য এ ক্লাবটি গড়ে ওঠে। বিশ্ববিদ্যালয়ে প্রতিনিয়ত মঞ্চ নাটক, সাহিত্য ফেস্ট, সাহিত্য রিলেটেড বিভিন্ন প্রতিযোগিতা করে থাকে ক্লাবটি।

এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।