জাবি ছাত্র ইউনিয়নের সভাপতি কাজল, সম্পাদক সোহাগ
সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ছাত্র ইউনিয়ন। কমিটিতে সভাপতি দীপাঞ্জন সিদ্ধান্ত কাজল ও সাধারণ সম্পাদক আবিদ সরকার সোহাগ মনোনীত হয়েছেন।
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংসদের ২৬তম সম্মেলন থেকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার গণমাধ্যমে প্রেরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।
‘ঘৃণাটুকু থাক, নীতিহীন রাজার অপরাজনৈতিকতায় ; বেঁচে থাক নীতির রাজনীতি, বেঁচে থাকুক স্বদেশ’ এই স্লোগানকে ধারণ করে মঙ্গলবার বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের ২৬তম সম্মেলনের উদ্বোধন আনুষ্ঠিত হয়। মঙ্গলবার বেলা ১টায় বিশ্ববিদ্যালয়ের অমর একুশের পাদদেশে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশে ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের প্রথম সভাপতি এ কে এম মোস্তাফিজুর রহমান।
ছাত্র ইউনিয়নের নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি- ইমরান নাদিম ও অনার্য রায়হান, সহ-সাধারণ সম্পাদক- সৌমিত্র সাহা পার্থ ও শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক- অলিউর রহমান, কোষাধ্যক্ষ- নজির আমিন চৌধুরী জয়, দফতর সম্পাদক- সিয়াম রায়হান, সাংস্কৃতিক সম্পাদক- মিতুল মাহমুদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক- সাজ্জাদ সারোয়ার সায়েম, শিক্ষা ও গবেষণা সম্পাদক- শাদ আশরাফ, প্রচার ও প্রকাশনা সম্পাদক- আরিফুল ইসলাম অনিক, ক্রীড়া সম্পাদক- নাজমুল হাসান নাইম, স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক- মীর রুম্মান ওয়ালি এবং সমাজ কল্যাণ ও পরিবেশ বিষয়ক সম্পাদক সোয়েব।
কমিটির সদস্য হিসেবে থাকছেন- তন্ময় ধর, সর্দার জাহিদুল ইসলাম, নাহিদ তাসনিয়া জাহান রিয়া, নাইমুল আলম মিশু, সালমান মাহফুজ, রাকিবুল হক ও জিসান জামিল। এছাড়া দু’টি শূন্য পদে পরবর্তীতে দুই জনকে কো-অপট (সংযুক্ত) করে নেওয়া হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন- বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সভাপতি ছাত্রনেতা লাকী আক্তার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি ছাত্রনেতা তন্ময় ধর। কাউন্সিল অধিবেশন শেষে রাতে সর্বসম্মতিক্রমে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
হাফিজুর রহমান/একে/এমএস