পাবিপ্রবি ছাত্রলীগের সভাপতি-সম্পাদককে শোকজ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পাবনা
প্রকাশিত: ১০:২০ এএম, ২১ মে ২০২৩
পাবিপ্রবি শাখা ছাত্রলীগের সভাপতি ফরিদুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক মো. নুরুল্লাহ

গঠনতন্ত্রবিরোধী ও অপরাধমূলক কাজের অভিযোগে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) শাখা ছাত্রলীগের সভাপতি ফরিদুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক মো. নুরুল্লাহকে শোক করা হয়েছে। সাত দিনের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

শনিবার (২০ মে) ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানের সই করা চিঠিতে তাদের শোকজ করা হয়।

চিঠিতে বলা হয়েছে, সংগঠনবিরোধী, গঠনতন্ত্র পরিপন্থি, অপরাধমূলক ও সংগঠনের সুনাম ক্ষুণ্ন হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে সভাপতি ফরিদুল ইসলাম বাবু ও নুর উল্লাহর বিরুদ্ধে কেন পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না তার উপযুক্ত লিখিত জবাব সাত দিনের মধ্যে জমা দেওয়া নির্দেশ দেওয়া হলো।

এ বিষয়ে জানতে পাবিপ্রবি ছাত্রলীগের সভাপতি ফরিদুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক মো. নুরুল্লাহর মোবাইল নম্বরে ফোন করে বন্ধ পাওয়া গেছে।

পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজ জাগো নিউজকে শোকজের সত্যতা স্বীকার করেছেন। তবে তিনি বলেন, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি কেন্দ‍্রীয় কমিটি নিয়ন্ত্রণ করে। তাই এ বিষয়ে আমাদের কোনো মন্তব্য নেই।

আমিন ইসলাম জুয়েল/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।