চানখারপুল মোড়ে উত্তেজনা, ঢাবি শিক্ষার্থীদের অবস্থান
সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য ঘিরে শিক্ষার্থীদের মাঝে চলমান উত্তেজনায় এবার রাস্তায় নেমেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা৷ রোববার দিনগত রাত ১টা ২০ মিনিটের পর বিক্ষোভ কর্মসূচি থেকে ধীরে ধীরে হলে ফেরা শুরু করেন শিক্ষার্থীরা৷
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অভিযোগ করেন, রোববার (১৪ জুলাই) দিনগত রাত ২টার দিকে ঢাবিতে বিক্ষোভ শেষে চানখারপুল মোড় হয়ে ঢাবির কিছু শিক্ষার্থী মেসে ফেরার সময় মহানগর ছাত্রলীগের কর্মীরা কয়েকজনকে মারধর করেন৷ এ খবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল ও শহীদুল্লাহ হলে ছড়িয়ে পড়লে সাধারণ শিক্ষার্থীরা রাস্তায় বের হয়ে চানখারপুল মোড় অবরোধ করেন৷
পরে পুলিশ অবস্থান নিয়ে দুপক্ষকে সরিয়ে দেয়৷ রাত ২টা ৩০ মিনিটের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হলে ফিরে যান৷ এরপরই যানচলাচল স্বাভাবিক হয়৷ তবে চানখারপুল মোড়ে অরিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে৷
এনএস/এমকেআর