কোটা সংস্কারের দাবি

হাবিপ্রবির সামনে শিক্ষার্থীদের দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৪:১৮ পিএম, ১৫ জুলাই ২০২৪
মহাসড়ক অবরোধ করেছেন দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করেছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।সোমবার(১৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের মহাসড়ক ২ ঘণ্টা অবরোধ করে আন্দোলনকারীরা।

এ সময় সাধারণ শিক্ষার্থীর পক্ষে ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থীর সুজন রানা, কৃষি প্রকৌশলী ১৮ ব্যাচের শিক্ষার্থী সোহাদুজ্জামান সোহাগ, ইংরেজি ২১ ব্যাচের শিক্ষার্থী মো. ফাইজ, ২১ ব্যাচের শিক্ষার্থী মিলন ও কৃষি ১৭ ব্যাচের শিক্ষার্থী হাসানুজ্জামান মিলন প্রমুখ বক্তব্য রাখেন।

হাবিপ্রবির সামনে শিক্ষার্থীদের দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ

বক্তারা বলেন, বৈষম্যমূলক কোটা পদ্ধতি সংস্কার ও ২০১৮ সালের পরিপত্র পুনর্বহাল করতে হবে। অন্যথায় তারা দুর্বার আন্দোলন গড়ে তুলবেন। কেন্দ্রীয় ঘোষিত সব কর্মসূচি যথাযথভাবে পালন করা হবে। ছাত্রদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।

বিক্ষোভ মিছিলে কোটা সংস্কার আন্দোলনকারী ছাত্ররা বিক্ষোভ মিছিলে শ্লোগানের শ্লোগানের মুখরিত করে মহাসড়ক অবরোধ করেন।

এমদাদুল হক মিলন/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।