শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ-ডাকসুর রোডম্যাপ দাবিতে বিক্ষোভ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৩:২৩ এএম, ১৭ জানুয়ারি ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হামলার প্রতিবাদ ও অবিলম্বে ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাত ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ভিসি চত্বরে এসে শেষ হয়।

এ সময় শিক্ষার্থীরা হামলার প্রতিবাদ ও ডাকসু নির্বাচনের রোডম্যাপ দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

আরও পড়ুন

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে শান্তি ও সংঘর্ষ বিভাগের শিক্ষার্থী আশিক খান বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অধিকার আদায়ের জন্য আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা করেছে জুলাই-আগস্টে গণহত্যাকারী পুলিশ। বিপ্লবের পাঁচ মাস পূর্ণ হয়েছে, কিন্তু পুলিশ লীগের এখনো কোনো বিচার হয়নি। এখনো তারা বিপ্লবীদের গায়ে হাত তোলার সাহস পাচ্ছে।’

jagonews24

সুর্য সেন হলের শিক্ষার্থী আলভী বলেন, ‘আজ বাংলাদেশে জাতিগত বিভেদ তৈরির অপচেষ্টা চলছে। আমরা মনে করি, এর পেছনে দেশি-বিদেশি ষড়যন্ত্র রয়েছে। অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয়, পুলিশের সামনেই এসব হামলা হয়।’

ইংরেজি বিভাগের শিক্ষার্থী রায়হান বলেন, ‘জুলাই অভ্যুত্থানে গণহত্যাকারী পুলিশ আজ আমাদের ভাইদের ওপর আবারও হামলা করেছে। তারা এই সাহস পেয়েছে কারণ আমাদের কোনো অভিভাবক নেই। আজ যদি ডাকসু থাকতো তাহলে আমাদের সঙ্গে এ ধরনের ঘটনা ঘটতো না। পাঁচ মাস পার হয়ে গেলেও ডাকসুর কোনো রোডম্যাপ দেওয়া হচ্ছে না। আমরা অবিলম্বে ডাকসু নির্বাচন চাই।’

এমএইচএ/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।