হবিগঞ্জে হেফাজতে থাকা ডাকাত পালানোয় দুই কনস্টেবল ক্লোজড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ১০:২৪ এএম, ০৮ ফেব্রুয়ারি ২০২৫

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ডাকাতি করতে গিয়ে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় গ্রেফতার ডাকাত সদস্য জালাল পালিয়ে গেছেন। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সদর আধুনিক হাসপাতাল থেকে তিনি পালিয়ে যান। এ ঘটনায় দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কান্ত নাথ।

প্রত্যাহারকৃতরা হলেন- হবিগঞ্জ পুলিশ লাইনের কনস্টেবল ইফতেখারুল ও বিজয় কুমার।

ওসি জানান, ডাকাত সদস্য জালাল আদালতের সিঁড়ি দিয়ে নামার সময় হঠাৎ পায়ে আঘাত পাওয়ায় তাকে সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়। সেখানে ডাক্তার তাকে হাসপাতালে ভর্তির জন্য বলেন। তাকে হাসপাতালে ভর্তি করা হলে কনস্টেবল ইফতেখারুল এবং কনস্টেবল বিজয় কুমারকে তার তদারকির দায়িত্ব দেওয়া হয়। শুক্রবার গ্রেফতার জালাল তাদেরকে টয়লেটে যাওয়ার কথা বললে টয়লেটে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখান থেকে কৌশলে তিনি পালিয়ে যান। এ ঘটনায় আরও একটি মামলা দায়ের করা হয়েছে। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

গত ৩ ফেব্রুয়ারি রাত ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ থানা এলাকায় বিএনপি নেতা ও ব্যবসায়ী মহসিন মিয়া ডাকাতের কবলে পড়েন। এসময় ডাকাতের হামলায় তিনি নিহত হন। এ ঘটনায় ৫ ফেব্রুয়ারি রাতে শায়েস্তাগঞ্জ থানার এসআই তাজুল ইসলাম বাদী হয়ে মামলা করেন। গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলার সুন্দরপুর এলাকায় একটি ভাড়াটিয়া বাসায় অভিযান চালায় পুলিশ। এসময় অবস্থানরত ডাকাতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশের ওপর আক্রমণ করতে আসে। তাৎক্ষণিক পুলিশ তাদের ঘেরাও করে আটক করে।

আটকরা হলেন- মাধবপুর উপজেলার একই মানিকপুর গ্রামের দুবাই মিয়ার ছেলে জালাল মিয়া (৩২), বাখরনগর গ্রামের জমির আলীর ছেলে ফয়সাল মিয়া (৩২), মানিকপুর গ্রামের শাহ আলম মিয়ার ছেলে রুবেল আহমদ রনি (২৬), সুন্দরপুর গ্রামের আছদ্দর আলীর ছেলে জয়নাল মিয়া (৪২) ও চুনারুঘাট উপজেলার উলুকান্দি গ্রামের ইদ্রিছ আলীর ছেলে রুহুল আমিন (২৪)। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।