খাবারের মোড়কে মিথ্যা তথ্য, তিন প্রতিষ্ঠানকে ৮ লাখ টাকা জরিমানা
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও খাবারের মোড়কে মিথ্যা তথ্য দেওয়ায় নিরাপদ খাদ্য অধিদপ্তরের অভিযানে কিশোরগঞ্জের তিন প্রতিষ্ঠানকে ৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে কিশোরগঞ্জে সদর উপজেলার মারিয়ার বিসিক শিল্পনগরীতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
নিরাপদ খাদ্য আইনের ৩৩ ধারায় এম এম খান ফুডকে (ম্যাক) ৩ লাখ টাকা, একই ধারায় সুগন্ধা ফুড প্রডাক্টসকে ৩ লাখ টাকা, নিরাপদ খাদ্য আইনের ৩২(খ) ধারায় আজহার ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরিকে ২ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। তাৎক্ষণিকভাবে সেই অর্থ আদায় করে নিরাপদ খাদ্য অধিদপ্তর।
কিশোরগঞ্জ নিরাপদ খাদ্য আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম জানান, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও খাবারের মোড়কে মিথ্যা তথ্য থাকায় অর্থদণ্ড প্রদান করা হয়।
এসকে রাসেল/জেডএইচ/জেআইএম