ইউপি নির্বাচনে ভোট চুরি হলে মানুষ বসে থাকবে না : সন্তু লারমা


প্রকাশিত: ১২:১০ পিএম, ২০ মে ২০১৬

সারা দেশে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট চুরির মহোৎসবে মেতেছে শাসকদল আওয়ামী লীগ। রাঙামাটিতেও এমন পরিকল্পনা নিয়েছে তারা। কিন্তু এখানে ভোট চুরি হলে রাঙামাটির মানুষ বসে থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সন্তু লারমা।

শুক্রবার রাঙামাটিতে অনুষ্ঠিত পাহাড়ি ছাত্র পরিষদের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর ছাত্রজনতা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমন হুঁশিয়ারি দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান ও জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা।

সন্তু লারমা বলেন, জুম্ম জনগণের অধিকার আদায়ে শাসকগোষ্ঠীর মরণাস্ত্র উপেক্ষা করে লড়াই চালিয়ে যাবে পাহাড়ের মানুষ। সরকার যদি মনে করে পার্বত্য চুক্তি হয়েছে কিন্তু এর বাস্তবায়ন দরকার হবে না। সরকারের হাজার হাজার মারণাস্ত্র আছে তা দিয়ে পার্বত্য চট্টগ্রামের মানুষের আন্দোলন বন্ধ করা হবে, তাহলে ভুল হবে। পাহাড়ের মানুষ শাসকগোষ্ঠীর যে কোনো ষড়যন্ত্র ও অন্যায় অবিচারের বিরেুদ্ধে আন্দোলন গড়ে তুলবে।

দুপুরে শহরের রাজবাড়ির জিমনেসিয়াম চত্তরে পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি বাচ্চু চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, রাঙামাটির সংসদ সদস্য উষাতন তালুকদার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত বিভাগের সহকারী অধ্যাপক মইনউদ্দিন ও জেএসএস কেন্দ্রীয় কমিটির সদস্য উদয়ন ত্রিপুরা প্রমুখ।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়।

সুশীল প্রসাদ চাকমা/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।