ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ গ্রাম পুলিশ আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৯:৩৯ এএম, ১১ ফেব্রুয়ারি ২০২৫

 

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় হাকিম মিয়া (৩৮) নামে এক গ্রাম পুলিশকে সাত কেজি গাঁজাসহ আটক করেছে পুলিশ। সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কুইয়াপানিয়া এলাকা থেকে আটক করা হয়।

আটক হাকিম মিয়া গোপীনাথপুর ইউনিয়নের কুইয়াপানিয়া গ্রামের আবুল হাসেমের ছেলে। তিনি উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন পরিষদে দায়িত্ব পালন করছিলেন।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল কাদের বলেন, দীর্ঘদিন ধরে হাকিম গ্রাম পুলিশের বেশে মাদক বিক্রিতে জড়িত। সে ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশের দায়িত্বে ছিল। তার বসতঘর থেকে মাদকসহ আটক করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

আবুল হাসনাত মো. রাফি/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।